লংগদু উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবি দিবস পালন

alokitolangadu@gmail.com

0 ১৫৯

 

।। আলোকিত লংগদু ডেক্স ।।

‌‌‌‍‍‌’১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবি দিবস’ ২০২৩ উপলক্ষে রাঙামাটির লংগদু উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর), লংগদু উপজেলা সদরে আওয়াীলীগ ও অঙ্গ -সহযোগী সংগঠণের উদ্যোগে আলোচনা সভা করা হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ সেলিম এতে সভাপতিত্ব করেন।

উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শিপু’র সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা হাজ্বী ফয়েজুল আজীম, সহসভাপতি আব্দুল আলী, মাইনীমুখ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী তানিয়া আফরোজ হাওয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল পাশা, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ। এসময় বিভিন্ন পর্যায়ের নেতা-কমীগণ উপস্থিত ছিলেন।

বক্তব্যে বক্তারা বলেন, বুদ্ধিজীবিদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ। আজ বিশ্বের দরবারে মাথা তুলে দাড়িয়েছে। পাকিস্তানের দোসররা বঙ্গালীদের মেধা শূন্য করতেই সেই দিন বেচে বেচে বুদ্ধিজীবিদের হত্যা করেছিল। দেশ উন্নয়নে আমদের সকলকেই কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।