লংগদু ইউনিয়নে পুষ্টি সমন্বয় কমিটি গঠন ও পরিকল্পনা প্রণয়ন বিষয়ে কর্মশালা

২০৮

।। দৈনিক আলোকিত লংগদু ডেক্স।।

রাঙামাটির লংগদু উপজেলায় জুম ফাউন্ডেশন এর ( লীন) প্রকল্পের সহযোগিতায় ইউনিয়ন পর্যায়ে পুষ্টি সমন্বয় কমিটি (এমএসপি) গঠন ও পরিকল্পনা প্রণয়ন বিষয়ে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, লংগদু সদর ইউনিয়ন পরিষদের মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

লংগদু ইউপি চেয়ারম্যান কুলিন মিত্র চাকমা আদু এর সভাপতিত্বে প্রধান প্রতিবেদন পাঠ করেন, জুম ফাউন্ডেশন লীন প্রকল্পের লংগদু উপজেলা কো-অর্ডিনেটর অমূলধন চাকমা, পুষ্টি বিযয়ে কমিটি গঠনের তথ্য উপাত্ত তুলে ধরেন লংগদু স্বাস্থ্য পরিদর্শক অনন্ত বিকাশ চাকমা।
এসময় ইউনিয়ন পরিষদের সকল সদস্য, সদস্যা, ও ইউপি সচীব ও কার্বারীগন উপস্থিত ছিলেন। শেষে ২৩ সদস্য বিশিষ্ট একটিপুষ্টি ক্যর্যকারী কমটি গঠণ করা হয়।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।