লংগদুর দূর্গম সুচিয়াংমংপাড়ায় যুবকদের খেলাধুলার সামগ্রী, শুকনো খাবার ও মাস্ক বিতরণ করেছে সেনাবাহিনী

২৩৯

।।আলোকিত লংগদু ডেক্স ।।  খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে ও লংগদু সেনা জোনের ব্যবস্থাপনায় লংগদু উপজেলার লংগদু            ইউনিয়নের দূর্গম সুচিয়াংমংপাড়া এলাকায় যুবকদের মধ্যে খেলাধুলার সামগ্রী, শুকনো খাবার ও মাস্ক বিতরণ করা হয়েছে।

রবিবার (২৯আগষ্ট) উপজেলার সুচিয়াংমংপাড়ার এলাকার যুবকদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয় । এছাড়া বাঙালী পাড়ার এলাকার যুবকদের মাঝেও একই সামগ্রী বিতরণ করা হয়। এর মাধ্যমে যুবকদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ বেড়েছে, যা দেশের যুব সমাজকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে। সুরক্ষা সামগ্রী বিতরণ মানুষের মাঝে ব্যক্তিগত সুরক্ষা নিয়ে সতর্কতা তৈরিতে অবদান রেখেছে।

লংগদু সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মিরাজ হায়দার চৌধুরী বলেন, এলাকার শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে লংগদু সেনা জোনের অবদান অব্যাহত রয়েছে।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।