লংগদুতে হ্রদে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নৌকা,জাল জব্দ ও জরিমানা

২৩৪

লংগদুতে হ্রদে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নৌকা,জাল জব্দ ও জরিমানা

।। আলোকিত লংগদু ডেক্স।।
কাপ্তাই হ্রদে মাছের প্রজনন বৃদ্ধির জন্য সরকার তিন মাস মাছ ধরা নিষেধাজ্ঞা জারীর পরও নিষেধাজ্ঞা অমান্য করে লংগদু উপজেলার ঝর্ণাটিলা এলাকায় হ্রদে জাল ফেলে মাছ ধরা হচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে লংগদু উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) জনি রায় এর পরিচালনায় বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়।
এসময় মাছ ধরার ১ হাজার মিটার সুতার জাল, একটি কাঠের নৌকা জব্দ করা হয় এবং জালের মালিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একাজে সহযোগিতা করেন, বিএফডিসি লংগদু উপজেলার ব্যাবস্থাপক আকবর হোসেন। লংগদু থানা পুলিশ টিম।
উল্লেখ গত ১ মে ২০২২ থেকে পরবর্তী তিন মাস পর্যন্ত কাপ্তাই হ্রদে মাছ ধরা, কেনা বেচা, বাজার জাত প্রকৃয়া করণ সহ সবধরনের নিষেধাজ্ঞা জারি করেছ প্রশাসন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।