লংগদুতে হ্নদয়ে ভাসান্যাআদম’র উদ্যোগে ফ্রি- ব্লাড ক্যাম্পেইন
।। আলোকিত লংগদু ডেক্স।।
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে
লংগদু উপজেলার খাগড়াছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ‘হ্নদয়ে ভাসান্যাআদম’ এর উদ্যেগে ফ্রি- ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ভাসাইন্যাদম ইউনিয়নের খাগড়াছড়ি এলাকায় গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড এর কর্মকর্তা ও হ্নদয়ে ভাসান্যাআদম এর উপদেষ্টা এস এম মুস্তাফিজুর রহমানের সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভাসান্যা আদম ইউপি চেয়ারম্যান মোঃ হযরত আলী।
আরো বক্তব্য রাখেন, খাগড়াছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন কান্তি, ভাসাইন্যাদম জামে মসজিদের খতিব মাওলানা নুরূল ইসলাম মুমিনপুরী, ইসলামী ব্যাংক লিঃ রাঙ্গামাটি শাখার অধীনে মাইনীমুখ এজেন্ট ব্যাংকের স্বত্তাধিকারী মোঃ রাসেল।
এসময় রফিক মেম্বার, জয়নাল পিসিসহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গরা উপস্থিত ছিলেন । সামাজিক সংগঠন রাঙ্গামাটি ব্লাড ফোর্স এই প্রোগামে রক্তের গ্রুপিং নির্নয়ে সহযোগিতা করেন
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।