লংগদুতে স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন-
মোঃ গোলামুর রহমান
রাঙ্গামাটি লংগদু উপজেলায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে লংগদু উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
সোম বার (২৭জুলাই) সকাল ৬.৩০ মিনিটে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
পরবর্তীতে ১০ ঘটিকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে এবং দলীয় কার্যালয়ে দোয়া ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এসময় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদেক হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিছ এর সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু সহ অন্যান্য দলীয় বিভিন্ন পদের কর্মীগণ।
এসময় উপস্থিত বক্তব্যে তারা বলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগ লংগদুতে বিভিন্ন সামাজিক কাজ গুলোতে এগিয়ে ছিলো সাধারণ মানুষের পাশে। আমরা আশাকরি আগামী পথ চলার পথে তারা তাদের সম্মান ধরে রাখবে।
স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাদেক হোসেন বলেন, আমরা অতীতে যে ভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি আগামীতেও আমরা সাধারণ মানুষের পাশে থাকবো।