লংগদুতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

0 ৭৭

মো.গোলামুর রহমান।।

রাঙ্গামাটির লংগদুতে জালিয়াপাড়া শ্রী শ্রী শিব মন্দির পরিচালনা কমিটি এবং শ্রী শ্রী শিব মন্দির গীতা বিদ্যা নিকেতনের আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় জালিয়াপাড়া সনাতনধর্মাবলম্বী জনগোষ্ঠী এবং উক্ত গীতা বিদ্যানিকেতন এর ছাত্র ছাত্রী বৃন্দ” কর্তৃক আয়োজিত শোভাযাত্রা উপলক্ষে র‍্যালী বের করে জালিয়াপাড়া শ্রী শ্রী শিব মন্দির প্রাঙ্গণ হতে লংগদু মডেল কলেজ মাঠ এবং মুল সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে এসে নৃত্য অনুষ্ঠানে একত্রিত হন।

এদিন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মন্দিরে পূজো এবং বিভিন্ন নিত্যর আয়োজন করা হয়। আগামীকাল সকাল থেকে শ্রীকৃষ্ণের নামে পাঠা বলি এবং ধর্মীয় বিভিন্ন উৎসব পালন করা হবে।

মন্দির কমিটি এবং গীতা স্কুলের শিক্ষক রিটন শীল বলেন, প্রতিবছর আমরা এদিনে শ্রীকৃষ্ণের নামে পূজো করে থাকি। এদিনে আমরা প্রার্থনা করি, যাতে করে জগতের সকল প্রাণী সুখি হন। মানব কল্যাণে সকল জাতি বেঁচে থাকুক।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।