লংগদুতে রোপন করা হল বিদেশী গাছ ‌‘ইকো ট্রি’

২১০

ওমর ফারুক মুছা:

মুজিব বর্ষ উপলক্ষ্যে লংগদুতে উপজেলা প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন সড়কের পার্শ্বে পরীক্ষণমূলক বিদেশী ‘ইকো ট্রি’ নামে গাছের চারা রোপন করা হয়েছে। রবিবার (২৫ জুলাই) লংগদু উপজেলার কালাপাকুইজ্যা ইউনিয়নের ইসলামপুর গ্রামে লংগদু এলজিইডি বিভাগের প্রকৌশলী ড. জিয়াউল ইসলাম মজুমদার আনুষ্ঠানিকভাবে ২০টি ‘ইকো ট্রি’ নামে গাছের চারা রোপন করে কর্মসূচী উদ্বোধন করেন।এ সময় লংগদু উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, লংগদু আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, কালাপাকুজ্জা ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা মিয়া, উপসহকারী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম নাদিম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
‘ইকো ট্রি’ নামে বিদেশী গাছের চারা রোপন করার ব্যাপারে প্রকৌশলী ড. জিয়াউল ইসলাম মজুমদার জানান, একটি বিপুল বানিজ্যিক ও পরিবেশ বান্ধব সম্ভাবনাময় গাছ। আমাদের দেশে এটা পরিবেশ রক্ষা, রাস্তা ও উচূ বাঁধের ক্ষয়রোধ সহ বানিজ্যিক ভাবেও বিপুল সম্ভাবনাময়। এর বৈজ্ঞানিক নাম Paulownia Tomentosa. Paulownia গোত্রের অনেকগুলো ভ্যারাইটির মধ্যে এটা একটি। এর কাঠ যেমন বিশ্বমানের, এর ফুল থেকে সংগৃহীত মধুও বিশ্বমানের। তাছাড়া, সৌন্দর্য বর্ধন, পরিবেশের ভারসাম্য রক্ষায় এর কার্যকারিতা অনেক বেশী। জাপান, চীন, ভিয়েতনাম, হল্যান্ড, উত্তর আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশ সহ বিশ্বের অনেক দেশে সৌন্দর্য বর্ধন ও বানিজ্যিকভাবে এ গাছের চাষ হয়ে থাকে। তাই পরীক্ষামূলকভাবে এই গাছ রোপন করা হল।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।