লংগদুতে রেডক্রিসেন্টের আর্থিক সহায়তা বিতরণে অংসুই প্রু চৌধুরী

৭১

লংগদুতে রেডক্রিসেন্টের আর্থিক সহায়তা বিতরণে অংসুই প্রু চৌধুরী

।। আলোকিত লংগদু ডেক্স।।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্র“ চৌধুরী বলেছেন, রেডক্রিসেন্টের উপকার ভোগীরা তাদের প্রশিক্ষলব্দ জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগায় তাহলে পরিবারে আর্থিকভাবে উন্নতি লাভ করতে পারবে। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি থেকে আর্থিকভাবে যে সহযোগীতা দেওয়া হচ্ছে তা যেন যথাযথ কাজে লাগানো হয়। এছাড়াও জেলা পরিষদের পক্ষ থেকেও সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন তিনি।

বুধবার, রাঙামাটির লংগদু উপজেলা সদরে হর্টিকালচার প্রশিক্ষণ সেন্টারে অর্থনৈতিক নিরাপত্তা (ইকোসেক প্রকল্প)বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসিটি, রাঙ্গামাটি ইউনিট কর্তৃক লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের জালিয়াপাড়া এলাকার ৬৭ জন উপকার ভোগীকে জনপ্রতি ৩০ হাজার টাকার নগদ অর্থ অনুদানরে চেক বিতরণ-২১ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অংসুই প্র“ চৌধুরী এসব কথাগুলো বলেছেন।

লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার এর সভাপেত্বে ও রেডক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের সেক্রেটারী মাহফুজুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লংগদু উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন, রাঙামাটি জেলা পরিষদের সদস্য আব্দুর রহীম, রাঙামাটি রেডক্রিসেন্ট সোসাইটির রাঙামাটি ইউনিটের সহকারী পরিচালক মোঃ নুরুল করিম, আইসিআরসি ঢাকার রাকিবুল হাসান,পোকালপার্সন বাকী বিল্লাহ, আজীবন সদস্য রফিক তালুকদার।

এছাড়াও রেডক্রিসেন্টের রাঙামাটি ইউনিটের কার্যকারী সদস্য মনিরুল ইসলাম, দানবির চাকমা, জাহাঙ্গীর আলম, হাজী ফয়েজুল আজিম, ফাতেমা জিন্না, ইউনিট স্টাফ সহ রেডক্রিসেন্টের আর,ই,ওয়াই সদস্য ও উপকারভোগীরা এসময় উপস্থিত ছিলেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।