লংগদুতে মৎস্যজীবি লীগ কে সহযোগী সংগঠনের স্বীকৃতির বর্ষপূতীতে আলোচনা সভা

0 ১৬৪

।। আলোকিত লংগদু ডেক্স।।
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগ কে বাংলাদেশ আওয়ামীলীগ এর সহযোগী সংগঠন হিসাবে স্বীকৃতি দেওয়ার এক বছর পূর্তি উপলক্ষ্যে রাঙামাটির লংগদু উপজেলা মৎস্যজীবি লীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বৃহষ্পতিবার (৩ডিসেম্বর), লংগদু উপজেলা সদরে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
লংগদু উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি মোঃ কামাল উদ্দিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল বারেক সরকার।
উপজেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন এর পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক লংগদু উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ হোসেন, কালাপাকুজ্জা ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা মিয়া, সাবেক উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ সরোয়ার হোসেন, সহ বিভিন্ন পর্যায়ের নেতা- কর্মীগন বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।