লংগদুতে মুখে মাক্স না পরায় ৮জনকে আর্থিক জরিমানা

0 ২২৫

।। আলোকতি লংগদু ডেক্স ।।

রাঙামাটির লংগদু উপজেলার বাইট্টাপাড়া বাজারে ও মাইনীমুখ বাজারে স্বাস্থ্য বিধি আইন অমান্য করে মুখে মাক্স না পরে প্রকাশ্যে ঘুরা ফেরা করায় রবিবার বিকালে ৮ ব্যাক্তিকে আর্থিক জরিমান করেছে ভ্রাম্যমান আদালত।
উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) ক্যাথোয়াই প্রু মারমা ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে এই আর্থিক জরিমান করেন।এসময় তিনি বলেন, ‌‌‌‌’বর্তমানে করোনা ক্রান্তিকালে জনসাধারণকে সচেতন করতে বার বার মাইকিং এবং বিভিন্ন প্রচার-প্রচারণা করা হচ্ছে। এরপরও আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতে শাস্তির আওয়াতায় আনা হবে’।
লংগদু থানার এসআই রিটর দে ও সঙ্গীয় ফোর্স এই সময় সর্বাত্বক সহযোগিতা করেন।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।