লংগদুতে মহিলা বিষয়ক অধিদপ্তরে বিভিন্ন প্রশিক্ষণে আগ্রহীদের সাক্ষাৎকার গ্রহন

0 ১৬৮

।। আলোকিত লংগদু ডেক্স ।।
রাঙামাটির লংগদুতে মহিলা বিষয়ক অধিদপ্তরে বিভিন্ন প্রশিক্ষণে আগ্রহীদের দুই কেটাগরিতে সাক্ষাৎকার গ্রহন করা হয়েছে।
মঙ্গলবার (১সেপ্টেম্বর), লংগদু উপজেলায় মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে অত্র উপজেলার হতদরিদ্র জনগোষ্ঠী মহিলাদের আর্তকর্মস্থান গড়ে তোলার লক্ষে দুই ক্যাটাগরীতে হস্ত শিল্প এবং রুপর্চচসা প্রশিক্ষণে অংশ গ্রহনে প্রশিক্ষনার্থীদের নির্বাচনের জন্য ভর্তি ইচ্ছুক অনলাইনে আবেদনকারীদের সাক্ষাৎকার/মৌখিক পরিক্ষা নেওয়া হয়।
আগ্রহীদের সরাসরি সাক্ষাৎকার নেন লংগদু উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মাহাবুব এলাহী ও উপজেলা সমাহ সেবা কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ আবুল কালাম আজাদ। এসম সর্বাত্বক সহযোগিতা করেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী পৃথু চাকমা।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।