লংগদুতে বিপুল পরিমাণ জাল টাকা সহ গ্রেফতার দুই
দৈনিক আলোকিত লংগদু ডেস্কঃ
দুর্গম পাহাড়ী এলাকার রাঙ্গামাটির লংগদুতেও চলছে জাল টাকার কারবার। গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লংগদু থানা পুলিশ উপজেলার গুলশাখালী ইউনিয়ন থেকে জাল টাকা সহ দুজনকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, জাল টাকা কারবারিরা চট্টগ্রাম থেকে অসাধু উপায়ে জাল টাকা সংগ্রহে পাহাড়ে বসবাসরত সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছে নকল টাকা। গ্রাম গঞ্জে এসব টাকার ছড়াছড়ির কথা জানতে পেরে পুলিশি অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন গুলশাখালী ইউনিয়নের পূর্ব জালালাবাদের লস্কর আলীর ছেলে হারুনুর রশিদ ও একই ইউনিয়নের আব্দুল মান্নান এর ছেলে দুলাল মিয়া।
এসময় তাদের তল্লাশি করে নগদ ৩লক্ষ ৯৫ হাজার টাকার জাল নোট পাওয়া যায়, একই সময় তাদের বহন করা একটি মটর সাইকেল জব্দ করে পুলিশ।
লংগদু থানার ওসি হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, আসামী হারুনুর রশিদ তার সহপাঠীদের নিয়ে দীর্ঘদিন যাবত এধরনের বিভিন্ন কার্যক্রম করে আসছিলো, এমন খবরের ভিত্তিতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জাল টাকা সহ তাদের আটক করে।