লংগদুতে বিজ্ঞান বিষয়ক কুইজ ও অলিম্পিয়াড অনুষ্ঠিত

১৮৭

: আলোকিত লংগদু ডেক্স :

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বিজ্ঞান শিক্ষা কার্যক্রমের আওতায় লংগদু উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ ও ষষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২২সেপ্টেম্বর) লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে লংগদু বিদ্যা নিকেতনে আয়োজিত বিজ্ঞান কুইজ ও অলিম্পিয়াডে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও এই প্রতিযোগিতার সভাপতি মোঃ মাইনুল আবেদীন। এসময় উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর (ইউআরসি) মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাকসুদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার এম কে ইমাম উদ্দিন, লংগদু সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক অমিত শাহা, লংগদু উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন উপস্থিত ছিলেন। এতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও কলেজের শিক্ষার্থীরা এই বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজে অংশ গ্রহন করেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।