লংগদুতে বিএফডিসি’র আটককৃত নৌকা ও জাল নিলামে
।। ওমর ফারুক মুছা ।।
রাঙামাটির লংগদু উপজেলায় কাপ্তাই হ্রদে তিন মাস মাছ আহরণ ও বাজারজাত করণ সময়ে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাছ শিকারের সমময় বিভিন্ন এলাকা থেকে আটককৃত নৌকা ও জাল নিলাম দিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) রাঙামাটি।
সোমবার (২৭ জুলাই), লংগদু উপজেলা সদরে বিএফডিসি’র শাখা কার্যালয়ে এই নিলামের আয়োজন করা হয়। এতে ৮৩টি নৌকা, ৮টি ইঞ্জিন চালিত নৌকা, ১০টি কেচকির জাল ২০টি সুতার জাল নিলামে তুলা হয়।
এসময় রাঙামাটি জেলা বিএফডিসি’র ব্যাবস্থাপক কমান্ডার তৌহিদুল ইসলাম, সহকারী হিসাব রক্ষক কর্মকর্তা মাহাফুজুর রহমান, মার্কেটিং অফিসার বৃন্দাবন হালদার, লংগদু উপজেলা বিএফডিসি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর হোসেন উপস্থিত ছিলেন।
গতকাল সবমিলিয়ে ৭০ শতাংশ নৌকা ও জাল নিলাম হয়েছে। এতে ২লক্ষ ২হাজার ৮শত টাকা রাজস্ব আয় হয়ছে। বাকী নৌকা ও জাল পুনরায় নিলাম দেওয়া হবে বলে বিএফডিসি কর্মকর্তাগন জানান।