লংগদুতে বাংলা নববর্ষ উদযাপনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পুরস্কার বিতরণ

১৮৯

লংগদুতে বাংলা নববর্ষ উদযাপনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পুরস্কার বিতরণ

।। আলোকিত লংগদু ডেক্স ।।
মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের গুরুত্বপূর্ণ অনন্য সংস্কৃতির ঐতিহ্য তালিকায়
অন্তর্ভূক্ত করায় ও বাংলা শুভ নববর্ষ উদযাপন উপলক্ষে রাঙামাটির লংগদু
উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পুরস্কার বিতরণের আয়োজন
করা হয়েছে।
বৃহষ্পতিবার (১৪এপ্রিল), লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা
পরিষদ প্রান্ত থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক ঘরে
এসে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে
মিলিত হয়।
এরআগে সকাল নয়টায় ১৪২৯ বাংলা নববর্ষ উদযাপনের অংশ হিসেবে বিভিন্ন
বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা
মাকসুদুর রহমান ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমকে ইমাম উদ্দিন এর
পরিচালনায় চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইনুল
আবেদীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন,উপজেলা
পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা
সহকারী কমিশনার (ভূমি) জনি রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম
ঝান্টু, লংগদু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আরিফুল ইসলাম,
উপজেলা প্রকৌশলী ড.জিয়াউল ইসলাম মজুমদার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত
সভাপতি মোঃ সেলিম সরকার, সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক
বাবুল দাশ বাবু।
শেষে বিকালে উপজেলা হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।