লংগদুতে বাংলাদেশ জামায়াত ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

0 ৫২

মো.গোলামুর রহমান।।

পবিত্র মাহে রমজান উপলক্ষে লংগদু উপজেলা জামায়াতে ইসলামের আয়োজনে ইফতার মাহফিল ও পবিত্র মাহে রমজানের গুরুত্ব তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ১৮ মার্চ) বিকাল ৫ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা শাখার উদ্যোগে উপজেলার মাইনীমুখ ইউনিয়ন পরিষদের সামনে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ব তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা শাখার আমীর মাওলানা নাছির উদ্দীনের সভাপতিত্বে ও মাইনীমুখ ইউনিয়ন (পূর্ব) জামায়াতের আমীর মোঃ শিহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ শহিদুল ইসলাম শাফি।
উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর শুরা সদস্য খ ম মতিউর রহমান, মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মোঃ ফেরদৌস আলম, মাইনীমুখ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতীব মাওলানা সা’দুর রশীদ, জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিয়ন আমীরগণ ও ছাত্র শিবিরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। আগামী দিনের এতটি তাকওয়া নির্ভর, ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বদা কাজ করে যাচ্ছে। জামায়াতের শ্লোগান ‘‘আল্লাহর আইন চাই, সৎ লোকের মাসন চাই”। আগামী নির্বাচনে সকলের সহযোগীতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী এগিয়ে যাবে।

পরিশেষে বিশেষ মোনাজাত করা হয়, মোনাজাত পরিচালনা করেন মাইনীমুখ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা সা’দুর রশীদ।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।