লংগদুতে বর্ষবরণে প্রশান্তি অরণ্য কুটিরে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত
লংগদুতে বর্ষবরণে প্রশান্তি অরণ্য কুটিরে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত
।। আলোকিত লংগদু ডেক্স ।।
রাঙামাটির লংগদু উপজেলায় বাংলা পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ কররতে দেব মনুষ্য তথা বিশ্বের সকল প্রাণী হিত সুখ মঙ্গলকামনায় সার্বজনীনভাবে আটারকছড়া ইউনিয়নের প্রশান্তি অরণ্য কুটিরে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার, এ উপলক্ষে আটারকছড়া প্রশান্তি অরণ্য কুটিরে সকালে পঞ্চশীল গ্রহন, অষ্টপুরুস্কার দান, বুদ্ধ মুর্তিদান, সংঘদান নহ নানাবিধ দানীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় কুটিরে শতশত পুণ্যার্থীদের আগমন ঘটে।
অরণ্য কুঠির পরিচালনা কমিটির সভাপতি রাঙামাটি জেলা সোনালী ব্যাংকের এজিএম সত্যপ্রশাদ চাকমা সভাপতির বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন, আটারকছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ মিত্র চাকমা।
ধর্মীয় দেশনা দেন প্রশান্তি অরণ্য কুটিরের অধ্যক্ষ শ্রীমৎ শুভপ্রিয় স্থবীর ভান্তে। সার্বিক সহয়োগীতা করেন, করল্যাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনন চাকমা।
এদিকে বিশ্ব শান্তি কামনায় সন্ধ্যায় অরণ্য কুঠির প্রাঙ্গনে হাজার প্রদীপ প্রজ্জলন করা হয়।
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।