লংগদুতে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত
লংগদুতে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত
।। আলোকিত লংগদু ডেক্স ।।
রাঙামাটির লংগদুতে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা -২০২২ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৯এপ্রিল), লংগদু উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে লংগদু সরকারী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান ছাত্র ছাত্রীদের অংশ গ্রহণে উপজেলা পর্যায়ে
বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন, লংগদু উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন।
স্বাগত বক্তব্য দেন, লংগদু সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব ত্রিপুরা। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার শওকত আকবর শিমুল।
উপস্থিত ছিলেন, লংগদু সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৌহিদুল রেজা, লংগদু সরকারী মডেল ডিগ্রি কলেজের প্রভাষক নুরুল হুদা সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা।
শেষে প্রধান অতিথি ইউএনও মাইনুল আবেদীন সহ অতিথিগণ বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।