লংগদুতে পুলিশের বিশেষ অভিযানে গাঁজা মদ সহ দুই কারবারী আটক

১৯৬

মো.গোলামুর রহমান
রাঙ্গামাটির লংগদুতে পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক কারবীকে আটক করা হয়েছে লংগদু থানা পুলিশ।
মঙ্গল বার (২৫ এপ্রিল) রাত আনুমানিক ১০টার সময় উপজেলার বগাচতর ইউনিয়নের মহাজনপাড়া এলাকায় এস আই এনামুল হক, এস আই আব্দুল খালেক, এ এস আই শাহ আলম, এ এস আই কামরুলসহ সঙ্গীয় ফোর্সের অভিযানে আলকাস মিয়া কে ২৫০ গ্রাম গাঁজা সহ নিজ বসত ঘর থেকে আটক করে পুলিশ।
একই সময় মাইনী ইউনিয়নের ইলামাবাদ এলাকায় এস আই আল- আমিন, এস আই রফিক ও এ এস আই রিয়াদ সহ সঙ্গীয় ফোর্সের নেতৃত্ব শাহ আলীকে ৭ লিটার দেশীয় তৈরী চোলা মদ সহ আটক করে আদালতে প্রেরণ করা হয়।
লংগদু থানার অফিসার ইনচার্জ ইকবাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন যে কোন ধরণের অপরাধ দমনে পুলিশ কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে আমাদের জিরু টলারেন্স জারি আছে থাকবে।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।