লংগদুতে পুলিশের অভিযানে ইন্ডিয়ান সিগারেট সহ গ্রেফতার তিন
।। মো. গোলামুর রহমান।।
রাঙ্গামাটির লংগদুতে তিন লক্ষাধিক টাকার বিদেশি সিগারেটসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
৭ জুলাই রোববার রাতে উপজেলার বগাচতর ইউনিয়নের রাঙ্গীপাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে লংগদু থানার এস আই পুলেন বড়ুয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৪৪০ প্যাকেট বিদেশি সিগারেটসহ তিনজনকে হাতেনাতে আটক করে পুলিশ।
গ্রেফতার হওয়া তিনজনের দুজনই উপজেলার বগাচতর ইউনিয়নের রাঙ্গীপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে শাহ আলম ও গিয়াস উদ্দীনের ছেলে রাশেদুজ্জামান এবং অপরজন বাঘাইছড়ি মুসলিম ব্লকের মৃত হাসেমের ছেলে ওবায়দুল হক।
লংগদু থানার ওসি হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ১৯৭৪ এর ২৫ এর বি ধারায় নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করার কার্যক্রম চলমান রয়েছে।