লংগদুতে পুলিশি অভিযানে বিপুল পরিমাণ মালামাল সহ চোর আটক

৯২৩

মো.গোলামুর রহমান।।

দীর্ঘ দিন ধরে রাঙ্গামাটির লংগদু উপজেলায় সাধারণ মানুষের নিত্য পণ্য জরুরি আসবাবপত্র ও গরু ছাগল চুরির ঘটনা ঘটে আসছিলো। এমন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ।

অভিযোগ আমলে নিয়ে গোপনে বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় মাইনীমুখ ইউনিয়নের মুসলিম ব্লক এলাকা থেকে চুরি হওয়া মালামাল সহ চোর নজিবুল ইসলামকে গ্রেফতার করে লংগদু থানা পুলিশ।

লংগদু থানা পুলিশ সুত্রে জানাযায়, লংগদু থানার মামলা নং-০৩, ধারা-৩৮০/৪৫৭ পেনাল কোড-১৮৬০ রুজু হওয়ার পর বিকাল ০৬.১৫ টার সময় লংগদু থানার অফিসার ইনচার্জ মো.জাকারিয়ার নেতৃত্বে এসআই(নিঃ) এস এম আল-মামুন ও সঙ্গীয় ফোর্স এর সহায়তায় অত্র মামলার ঘটনার চোরাই মালামালসহ আসামী মোঃ নজিবুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, একটি মটর সাইকেল যাহার রেজিঃ নং-চট্টঃ মেট্টোঃ-হ-১৭-৯৭২৯, মডেল-১১০ সিসি, চেচিস নং-MD2A15AYXJWG94856, ইঞ্চিন নং- JBYWJG52512 মোটর সাইকেল। তিনটি পুরাতন ইঞ্জিন,একটি ইঞ্জিন সহ নৌকা।

লংগদু থানার অফিসার ইনচার্জ মো.জাকারিয়া জানায়, এলাকা চোরদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে এমন তথ্য পুলিশের নিকট আসলে, গোপনে অভিযান পরিচালনা করে উক্ত চোরকে গ্রেফতার করি। তার বিরুদ্ধে ৩৮০/৪৫৭ পেনাল কোড ১৮৬০ মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি জানান, এধরণের অভিযান চলমান থাকবে।

মন্তব্য বন্ধ আছে