লংগদুতে কমিউনিটি পুলিশিং ডে-২০ র্যালী ও আলোচনা সভা
।। আলোকিত লংগদু ডেক্স।।
”মুজিববর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই শ্লোগানকে সামনে রেখে লংগদু থানা পুলিশের উদ্যোগে ”কমিউনিটি পুলিশিং ডে-২০২০” উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
শনিবার(৩০অক্টোবর), সকালে লংগদু থানার প্রান্ত থেকে ” কমিউনিটি পুলিশিং ডে”র র্যালী বের করা হয়। র্যালীটি প্রধান সড়ক ঘুরে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। লংগদু থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ নুর এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আউয়াল।
অতিথির বক্তব্য রাখেন, লংগদু উপজেলা ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম ঝান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সাবরিনা তানিয়া হাওয়া, সাংগঠনিক সম্পাদক ও কমিউনিটি পুলিশিং শ্রেষ্ট পদক প্রাপ্ত ফাতেমা জিন্না, সাংবাদিক আরমান খান।
এসময় আটারকছড়া ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা, বগাচতর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, কালাপাকুজ্জা ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা মিয়া সহ বিভিন্ন পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং কমিউনিং পুলিশিং এর সদস্যগন উপস্থিত ছিলেন।