লংগদুতে পাহাড়ি জমিতে মরিচ চাষের উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

0 ৪৬

আরাফাত হোসেন বেলাল।

মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় রাঙ্গামাটির লংগদুতে পাহাড়ি জমিতে মরিচ চাষের উপর কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে‌।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) লংগদু উপজেলা হর্টিকালচার সেন্টারের ব্যবস্থাপনায় উপজেলার পশ্চিম বাইট্টাপাড়া এলাকায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু হর্টিকালচার সেন্টার, উদ্যানতত্ত্ববিদ অফিসার আসিফ মাহমুদ।

মাঠ দিবসের আলোচনা অনুষ্ঠানে আব্দুল হক মাস্টার এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার ইসরাফিল হক। অনুষ্ঠানের দেড় শতাধিক কৃষক কৃষাণি উপস্থিত ছিলেন। পাহাড়ে মরিচ চাষ প্রযুক্তিতে জাত নির্বাচন জমি নির্বাচন রোগ বালাই ও কিশোরদের করণীয় সম্পর্কে এ সময় অতিথিরা বক্তব্য রাখেন।

লংগদু উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার ইসরাফিল হক বলেন,মরিচ চাষের বিভিন্ন দিক যেমন – জাত নির্বাচন, সার ব্যবস্থাপনা, রোগবালাই ও পাহাড়ি জমিতে মরিচসহ অন্যান্য মশলা জাতীয় ফসলের চাষাবাদ বৃদ্ধির মাধ্যমে দেশের কৃষি খাত আরো সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন।

লংগদু হর্টিকালচার সেন্টার, উদ্যানতত্ত্ববিদ অফিসার আসিফ মাহমুদ আরো বলেন, পাহাড়ের গ্রামীন অর্থনীতি কে উন্নয়নের লক্ষ্যে ও কৃষকদের স্বাবলম্বিতার পাশা পাশি কাঁচা মরিচের চাষ বৃদ্ধির জন্যে কৃষি বিভাগ সারা দেশের ন্যায় লংগদু উপজেলায় ব্যপক প্রকল্প হাতে নিয়েছেন। প্রকল্পের মধ্যে রয়েছে কাঁচা মরিচের চাষ বৃদ্ধি করা। ইতোমধ্যে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে কাজ শুরু করে দিয়েছে। পাহাড়ি জমিতে মরিচসহ অন্যান্য মশলা জাতীয় ফসলের চাষাবাদ বৃদ্ধির মাধ্যমে দেশের কৃষি খাত আরো সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন। মাঠ দিবসের আলোচনা শেষে কৃষক কৃষাণীদের নিয়ে মাঠ পরিদর্শন করেন।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।