লংগদুতে পাহাড়ি এলাকায় বসতবাড়িতে ফলবাগান স্থাপনা নিয়ে কৃষক প্রশিক্ষণ দিবস অনুষ্ঠিত

আরাফাত হোসেন বেলাল।
বসতবাড়িতে ফলবাগান স্থাপনা নিয়ে কৃষক প্রশিক্ষণ দিবস অনুষ্ঠিত হয়েছে (বৃহস্পতিবার ২০ মার্চ) রাঙামাটির লংগদুতে পাহাড়ি এলাকায় বছর ব্যাপী ফলের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায়। কৃষক প্রশিক্ষনের উপর ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লংগদু উপজেলা হর্টিকালচার সেন্টারের ব্যবস্থাপনায় উপজেলার ভূঁইয়াছড়া এলাকায় কৃষক প্রশিক্ষণ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু হর্টিকালচার সেন্টার, উদ্যানতত্ত্ববিদ অফিসার আসিফ মাহমুদ।
কৃষক দিবসের আলোচনা অনুষ্ঠানে পলিন বিহারি চাকমা এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লংগদু হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ অফিসার আসিফ মাহমুদ।অনুষ্ঠানের এক শতাধিক কৃষক কৃষাণি উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে হাতে কলমের চারা উৎপাদন শেখানো, বসতবাড়ির আঙ্গিনায় যেমন আম,লিচু,পেঁপে,বড়,ইত্যাদি এবং ফসলের সারা বছর পরিচর্যা সারব্যবস্থা রোগবালায় নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা করেন।
লংগদু হর্টিকালচার সেন্টার, উদ্যানতত্ত্ববিদ অফিসার আসিফ মাহমুদ আরো বলেন, পাহাড়ের গ্রামীন অর্থনীতি কে উন্নয়নের লক্ষ্যে ও কৃষকদের স্বাবলম্বিতার পাশাপাশি ড্রাগন,বড়ই,জলপাই,মালটা,চাষ বৃদ্ধির জন্যে কৃষি বিভাগ সারা দেশের ন্যায় লংগদু উপজেলায় ব্যপক প্রকল্প হাতে নিয়েছেন। কৃষি বিভাগ মাঠ পর্যায়ে কাজ শুরু করে দিয়েছে। পাহাড়ি এলাকা গুলোতে পর্যাপ্ত জায়গা রয়েছে যদি সঠিক পরিকল্পনার মাঝে জমিগুলো কাজে লাগায়। এবং চাষাবাদ বৃদ্ধির মাধ্যমে দেশের কৃষি খাত আরো সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন। কৃষক দিবসের আলোচনা শেষে কৃষক কৃষাণীদের মাঝে বিভিন্ন ফলের চারা বিতরণ করা হয় ।