লংগদুতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
।। আরাফাত হোসেন বেলাল ।।
রাঙামাটির লংগদুতে হ্রদের পানিতে ডুবে আমেনা(৪) নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর ১২.৪০ সময় উপজলার আটারকছড়া ইউনিয়নের বামে আটারকছড়া এলাকায় এঘটনা ঘটেছে। সে ওই এলাকার আব্দুর রহিম হাওলাদার কন্যা।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, বাবা রহিম হাওলাদার গোসল করতে বাড়ীর ঘাটে নদীতে যান। ঠিক এই মোবাইলে কল আসায় সে ঘরে চলে যান। এদিকে পরিবারের অজান্তে বাবার সাথে গোসল করবে বলে তার মেয়ে আমেনাও নদীর ঘাটে যান। একসময় নদীর পানিতে নামলে সে ঠাই হারিয়ে পানিতে ডুবে মৃত্যু বরণ করে।
তার পরিবারের সজনরা
কিছুক্ষণ পর মেয়েটিকে খুঁজা খুঁজির একপর্যায় ঘাটের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায় তার পরিবার। সেখান থেকে উদ্ধার করে লংগদু সদর হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।