লংগদুতে নিরাপদ সড়ক দিবসে র্র্যালী ও আলোচনা সভা

২৫১

।। আলোকিত লংগদু ডেক্স।।
‌‌”গতিসীমা মেনে চলি, সড়ক দূর্ঘটনা এড়িয়ে চলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সড়ক দিবস-২১ পালন উপলক্ষে রাঙামাটির লংগদুতে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

শুক্রবার(২২অক্টোবর),নিরাপদ সড়ক দিবস উপলক্ষে লংগদু উপজেলা পরিষদের সন্মুখ থেকে এক র্র্যালী বের করা হয়। র্র্যালীটি প্রদান সড়ক ঘুরে এসে উপজেলা সদরে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাইনুল আবেদীন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা এলজিইডি বিভাগের প্রকৌশলী ড. জিয়াউল ইসলাম মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাকসুদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব ইলাহি । প্রমুখ।
এসময় উপজেলার গন্যমান্যব্যাক্তি, মোটরসাইকেল ও অটোচালক সমিতির সদস্যগন আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।