লংগদুতে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪৬

​মো.গোলামুর রহমান।।

​দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠান প্রধান, বিভাগীয় কর্মকর্তা ও সততা সংঘের সদস্যদের নিয়ে রাঙামাটি পার্বত্য জেলার লংগদুতে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল দশটায় লংগদু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে, উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় লংগদু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা ফোরকান আহমদ এর সভাপতিত্বে, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসেন।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাঙ্গামাটি জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোঃ রাজু আহমেদ, ​রাঙ্গামাটি জেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ওমর ফারুক, সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মাচারী, সাংবাদিক ও স্কুল মাদ্রাসার ছাত্র ছাত্রী বৃন্দ।

​সভায় বক্তারা দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সাধারণ জনগণের সম্মিলিত ভূমিকার গুরুত্ব তুলে ধরেন এবং এর বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন। এসময় নতুন প্রজন্মকে নিজেদের সততা আর মেধাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে বলা হয়।

মন্তব্য বন্ধ আছে