লংগদুতে জোন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে খেদারমারা ইউনিয়ন চ্যম্পিয়ন
।। আলোকিত লংগদু ডেক্স।।
রাঙ্গামাটির লংগদু উপজেলা জোন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩জুলাই) বিকালে লংগদু শেখ রাসেল মিনি স্টেডিয়ামে লংগদু ইউনিয়ন একাদশ বনাম খেদারমারা ( বাঘাইছড়ি) ইউনিয়ন একাদশের মধ্যে ফাইনাল খেলা ঝাকঝমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়। খেদারমারা ইউনিয়ন একাদশ ৩-০ গোলে লংগদু ইউনিয়ন একাদশকে হারিয়ে টুর্ণামেন্টে চ্যাম্পিয়ান হয়।
টুর্ণামেন্টে শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয় খেদারমারা ইউপি একাদশের খেলোয়াড় এলপন চাকমা।
শেষে প্রধান অতিথি হিসাবে লংগদু জোনের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খায়রুল ইসলাম পিএসসি।
চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রপি ও অন্যান্য পুরস্কার তুলে দেন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে জোন কমান্ডার বলেন, আমরা উন্নতির দিকে এগিয়ে যেতে চাই। আমাদেরকে খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে চাই। পাশাপাশি শিক্ষার প্রতিও গুরুত্ব দিতে হবে। কেননা শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। তিনি আরো বলেন, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তাদেরকে যেন মাদকে চোবল দিতে না পারে। এব্যাপারে আমরা সহ্য করবো না। আমরা খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সুস্থ্য বিনোদন করবো। এখানে কোন অসুস্থ্য বিনোদনের প্রয়োজন নাই। আমি খেলোয়াড়দের অভিনন্দন জানাই।
এসময় উপস্থিত ছিলেন লংগদু জোনের জোন উপ-অধিনায়ক মেজর মোঃ রিয়াজ আহমেদ পিএসসি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য আসমা আলম আখি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, উপজেলা প্রকৌশলী ড. মোঃ জিয়াউল ইসলাম মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, লংগদু উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ এখলাছ মিঞা খান, খেদারমারা ইউপি চেয়ারম্যান বিষ্টু চাকমা, মাইনীমূখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল, কালাপাকুজ্জা ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক দেওয়ান, আটারকছড়া ইউপি চেয়ারম্যান অজয় মিত্র চাকমাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
ফাইনাল খেলা উপভোগ করতে মাঠের চতুরপাশে মানুষের ঢল নামে।
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।