লংগদুতে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

alokitolangadu@gmail.com

0 ২৫২

দৈনিক আলোকিত লংগদু ডেক্সঃ

রাঙামাটির লংগদুতে ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে উপজেলা আওয়ামিলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে, লংগদু উপজেলা সদরে দলীয় কার্যালয় থেকে নেতা কর্মীদের নিয়ে র‌্যালী সহকারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় লংগদু উপজেলা আওয়ামিলীগের সভাপতি মোঃ সেলিম সভাপতিত্ব করেন।

উপজেলা আওয়ামিলীগের যুগ্ন সম্পাদক শাহাদাৎ হোসেন শিপু’র সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামিলীগের উপদেষ্টা সুভাষ চন্দ্র দাস, সহসভাপতি আব্দুল আলী, সহসভাপতি হোসেন আলী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষক সম্পাদক সালাম খা সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা ুসময় উপস্থিত ছিলেন।
শেষে ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে দোয়া ও মুনাজাত করা হয়।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।