লংগদুতে জেলা পরিষদের ফলজ বনজ গাছের চারা বিতরণ

২৪৩

।। আলোকিত লংগদু তেক্স ।।

পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এবং রাঙামাটি জেলা পরিষদের উদ্যোগে লংগদু উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে বিভিন্ন জাতের ১ হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
রোববার (১৭জুলাই), লংগদু উপজেলা সদরে উন্নয়ন বোর্ডের রেষ্ট হাউজ প্রাঙ্গণে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য আসমা আলম উপস্থিত থেকে এই চারা বিতরণ করেন।
এসময় লংগদু উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুভাষ দাস, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী তানিয়া আফরোজ হাওয়া এবং বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকগন উপস্থিত ছিলেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।