লংগদুতে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ বার্তা প্রচার

৯০

আলোকিত লংগদু ডেক্স :

রাঙামাটির লংগদুতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, জেন্ডার সংবেদনশীল ও
ভিকটিম সাপোর্ট সেন্টারের বার্তা প্রচারণা উপলক্ষে পথ সভা, পথ নাটক, নাচ
গান ও লিপলেট বিতরণ করা হয়েছে।
রোববার(২৬সেপ্টেম্বর), লংগদু উপজেলা পরিষদের মাঠে এসব অনুষ্ঠানের আয়োজন
করা হয়। লংগদু ইউপি মেম্বার মোঃ ফারুক হোসেন মেম্বারের সভাপতিত্বে পথ
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, লংগদু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)
সুজন হালদার।
সহকারী পুলিশ পরিদর্শক (এস আই) বশির উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন,
শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নারীর ক্ষমতায়ন প্রকল্পের উপজেলা
এ্যাডুকেশন ফ্যাসিলিটেটর শুকতারা বেগম।
এসময় সহকারী পুলিশ পরিদর্শক মহব্বত হোসেন, উপসহকারী পুলিশ পরিদর্শক
ফারজানা আক্তার, মাইনীমুখ ই্উপি সদস্য মোঃ কাইয়ুম হোসেন, সাবেক মহিলা
মেম্বার কুলছুমা বেগম উপস্থিত ছিলেন। নাচ, গান ও কবিতা আবৃতি করেন, শিশু
শিল্পি সম্পৃতি হালদার।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।