লংগদুতে জাতীয় ম্যালেরিয়া নির্মূল কমটির সমন্বয় সভা
।। আলোকিত লংগদু ডেক্স ।।
রাঙামাটির লংগদু উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্রাকের যৌথ আয়োজনে জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচীর আওতায়
উপজেলা পর্যায়ে মাল্টি স্টোক হোল্ডারদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুন), লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ অরবিন্দ চাকমা এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইনুল আবেদীন।
বক্তব্যে তিনি বলেন, আমারা চাই ম্যালেরিয়া মুক্ত লংগদু উপজেলা। এলক্ষে তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাকসুদুর রহমান, ব্রাক কর্মকর্তা মনির হোসেন।
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।