লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রস্তুতি ও মতবিনিময় সভা

২৪৭

।। আলোকিত লংগদু ডেস্ক ।।

রাঙামাটির লংগদু উপজেলায় ২০২২ সালে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সম্পূর্ণ নকলমূক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের জন্য প্রস্তুতি ও মতবিনিময় সভা মঙ্গলবার (১৩সেপ্টেম্বর) লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা(অতি:দা:) জনি রায় এর সভাপতিত্বে ও সুলতান আহম্মদের উপস্থাপনায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মাকসুদুর রহমান। লংগদু উপজেলার চারটি কেন্দ্রে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩টি দাখিল মাদ্রাসার মোট ১০১৭ জন পরীক্ষার্থী এসএসসি,দাখিল ও কারিগরি শাখার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে। মতবিনিময় ও প্রস্তুতি সভায় ১নং লংগদু সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র

সচিব প্রধান শিক্ষক রাজীব ত্রিপুরা, ২নং লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব প্রধান শিক্ষক রবিরঞ্জন ত্রিপুরা, ৩নং লংগদু কেন্দ্রের (মাদ্রাসা) কেন্দ্র সচিব মাওলানা ফোরকান আহম্মদ ও ৪নং কারিগরি কেন্দ্রের কেন্দ্র সচিব নুরুল করিম বক্তব্য রাখেন। সভায় জানায়, ১নং কেন্দ্রে ৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪৮০ জন, ২নং কেন্দ্রে ৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩৯১জন, ৩নং কেন্দ্রে ৩টি মাদ্রসা ও ৪নং কেন্দ্রে কারিগরি শাখার ৩২জন পরীক্ষার্থীরা

এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে।

 

লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অ:দা: জনি রায় বলেন, সম্পূর্ণ সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য সকলে যথাযথ দায়িত্ব পালন করবেন। কোন সমস্য দেখা দিলে সাথে সাথে সমাধানের ব্যাবস্থা নিবেন। কেন্দ্রে বহিরাগতদের

প্রবেশ করতে না পারে সেব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে।

 

 

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।