লংগদুতে ইদুর নিধন অভিযান২০২২ উদ্বোধন

১৮২

।। আলোকিত লংগদু ডেক্স ।।

“বছরে ইদুরে খাচ্ছে শস্য লক্ষ লক্ষ টন,খাদ্য ঘাটতি রুখতে দরকার ইদুর নিয়ন্ত্রণ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির লংগদুতে ইদুর নিধন অভিযান -২০২২ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৭ অক্টোবর), লংগদু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের কার্যালয় থেকে ইদুর নিধন অভিযানের র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক ঘুরে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অভিযান উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু।

এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রতন চৌধুরী সহ বিভিন্ন কর্নকর্তাগন।

এসময় বিভিন্ন জনপ্রতিনিধি ও কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকগন উপস্থিত ছিলেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।