লংগদুতে ইটভাটাতে ভ্রাম্যমান আদালতের অভিযান – ভাটা বন্ধ ও অর্থদন্ড প্রদান

0 ৪২

মো.গোলামুর রহমান।।

হাইকোর্টের রিট অনুযায়ী রাঙ্গামাটির লংগদুতে অবৈধ ইটভাটাতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (১১ জানুয়ারি) দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দীন মাহমুদ অবৈধ দুটি ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিধি লঙ্গনের দায়ে দুইটি ইট ভাটায় অভিযান পরিচালনা করেন। এ সময় এল,বি,এম, শাহজাহান কোম্পানিকে ৩০ হাজার ও কে,বি,এম, জাহাঙ্গীর কোম্পানিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

পাশাপাশি ইটভাটার চিমটি ও কাচা ইট ভেঙ্গে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় ভাটা দুটি। অভিযানে উপস্থিত ছিলেন লংগদু ফায়ার সার্ভিসের ইনচার্জ হেলাল উদ্দিন চৌধুরী,লংগদু থানার সেকেন্ড অফিসার এস আই আল-মামুন ।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ বলেন লংগদু তে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।