লংগদুতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে র‌্যালী ও আলোচনা সভা

0 ১২১

।। আলোকিত লংগদু ডেক্স ।।
“কোভিট-১৯ সংকট, স্বাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল শিক্ষাবিদদের ভূমিকা ” এই প্রতি পাদ্যকে সামনে রেখে রাঙামাটির লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস-২০২০ পালন করা হয়।
মঙ্গলবার, এউপলক্ষে লংগদু উপজেলা সদরে রেলী বের করা হয়। র‌্যালীটি প্রধান সড়ক ঘুরে এসে পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
লংগদু উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল বারেক সরকার, এসময় উপজেলা সহকারী কমিশনার ভুমি ক্যাথোয়াই  প্রুু মারমা, মাধ্যমিক শিক্ষা অফিসার মাকসুদুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা জাহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার এম কে ইমাম উদ্দীন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো উপজেলা প্রোগ্রাম অফিসার মীর জুন্নুন আলম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শওকত আকবর সহ বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।