লংগদুতে আন্তর্জাতিক শিশুকন্যা দিবসে রেলী ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা

১৫৫

।। আলোকিত লংগদু ডেক্স ।।

”ডিজিটাল প্রজন্ম, আমাদের প্রজন্ম” এই শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে রাঙামাটির লংগদু উপজেলায় রেলী ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। সোমবার(১১অক্টোবর), রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মেয়েশিশু ও নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় লংগদু উপজেলা সদরে পরিষদ প্রান্থ থেকে রেলী বের করা হয়। রেলিটি প্রধান সড়ক ঘুরে পুনরায় পরিষদের সামনে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য আছমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লংগদু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা শিক্ষা অফিসার এম কে ইমাম উদ্দিন। উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শওকত আকবর, লংগদু প্রেস ক্লাবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান, ভাসাইন্যাদম ইউপি চেয়ারম্যান হযরত আলী, দক্ষিণ ই্য়ারিংছড়ি সেনা মৈত্রী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন মালেক। প্রকল্পের উপজেলা এডুকেশন ফ্যাসিলেটেটর সুকতারা বেগম সহ শিক্ষক ও প্রকল্পের স্বাস্থ্য কর্মী, স্কুল ভিত্তিক মা দলের সদস্যগন এসময় উপস্থিত ছিলেন। অপরদিকে আন্তর্জাতিক শিশুকন্যা দিবস উপলক্ষে লংগদু সদরে বিদ্যা নিকেতন মিলনায়তনে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন কর হয়। এতে আয়শা নুর সিনহা প্রথম, সুমাইয়া সুলতানা আখি ২য় ও অঙ্কিতা চাকমা ৩য় বিজয়ী হয়েছেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।