লংগদুতে আনসার ভিডিপি’র সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান
সাকিব আলম মামুন, লংগদু (সদর)
রাঙামাটির লংগদুতে আনসার ও গ্রাম পতিরক্ষা বাহিনী (ভিডিপি) সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (২৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এসব খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইনুল আবেদীন। এ সময় আনসার ও ভিডিপি’র লংগদুর কর্মকর্তা, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আঞ্চলিক কমান্ডারগণ উপস্থিত ছিলেন। উপজেলার প্রায় অর্ধ শতাধিত সদস্যদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়। সহায়তার মধ্যে রয়েছে- চাল, ডাল, পেঁয়াজ, আলু ও সাবান। এ সময় লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইনুল আবেদীন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও জাতীয় শোক দিবস উপলক্ষে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।