লংগদুতে আনন্দ ভ্রমন-২৪ সম্পন্ন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “ছায়ানীড়”

0 ৮২

স্টাফ রিপোর্টারঃ

স্বেচ্ছাসেবী সংগঠন “ছায়ানীড়” এর উদ্যোগে একটি মনোমুগ্ধকর আনন্দ ভ্রমণ সম্পন্ন হয়েছে।

আনন্দ ভ্রমণ টি আজ শুক্রবার সকাল ৯ টায় লংগদু লঞ্চ ঘাট হতে এর যাত্রা শুরু হয়। আনন্দ ভ্রমনে কাচালং নদীর বিভিন্ন স্থান প্রদক্ষিণসহ কাট্টলির ওয়াচ টাওয়ার পরিদর্শন করে সংগঠনের সদস্যরা।

উক্ত আনন্দ ভ্রমনে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড়ের স্থায়ী কমিটির সভাপতি প্রভাষক হারুনুর রশিদ, পরিচালনা কমিটির সভাপতি মো: রফিকুল ইসলাম সেক্রেটারি আল আমীন ইমরান। এছাড়াও উপস্থিত ছিলেন এডভোকেট মোঃ শহিদুল ইসলাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ (এজেন্ট ব্যাংকিং) মাইনীমুখ এর পরিচালক মোঃ রাসেল আহমেদ, এডভোকেট আলালউদ্দিন, লংগদু উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ আলমগীর হোসেন, প্রধান শিক্ষক আব্দুর রহিম, সহকারী প্রধান শিক্ষক তাজ মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী তারিকুল ইসলাম তারা, মোঃ নাছির উদ্দীন, মোঃ মমিনুল হক, ওছমান গনি, আব্দুল জব্বার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হোসেন বাবুল, আব্দুল আলীম, আবুল কাশেম ও সাংবাদিক মোঃ এরশাদ আলী প্রমুখ। আনন্দ ভ্রমনে বেলুন ফাটানো বা পিছন সামলাও খেলাসহ নানা ধরনের বিনোদনমুলক খেলার আয়োজন করে।

তাছাড়া অনেকেই ইসলামিক ,দেশাত্মবোধক, আঞ্চলিক ও আধুনিক গান গেয়ে ভ্রমণকে আরো আনন্দমুখর করে তোলেন।

 

স্বেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড়ের স্থায়ী কমিটির সভাপতি প্রভাষক হারুনুর রশিদ জানান, ছায়ানীড় লংগদু উপজেলার অন্যতম বৃহত্তম একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এ সংগঠনের সদস্যরা স্বেচ্ছা শ্রম ও অর্থে অসহায়, দরিদ্র ও বিপদাপন্ন মানুষের পাশে দাড়ায়। সেই সকল সদস্যদের নিয়ে একটি আনন্দ ভ্রমন করে সদস্যদের, মানসিকতাকে উজ্জিবীত রাখার জন্যে আজকে আমাদের এ আয়োজন। আমরা জানি আনন্দ ভ্রমন মানুষের মনকে উৎফুল্ল করে, প্রানবন্ত করে। তাই আমরাও চিন্তা করেছি এমন আনন্দ ভ্রমন আয়োজনের মাধ্যমে সকল সদস্যদের মন-মানসিকতাকে উৎফুল্ল করতে, উজ্জিবিত করতে ভুমিকা রাখবে । আশা করছি আর্ত মানবতার সেবার মাধ্যমে আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্যে পোছাতে পারব। ছায়ানীড়ের সর্বস্তরের সদস্যরা যেন সেবামুলক কাজে আজীবন নিজেকে নিয়োজিত রাখতে পারেন সকলের নিকট তিনি সেই দোয়া কামনা করেন।

 

দিন শেষে সন্ধ্যায় লংগদু সদরে এসে আনন্দ ভ্রমনটির সমাপ্তি হয়।।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।