লংগদুতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
alokitolangadu@gmail.com
।। আলোকিত লংগদু ডেক্স ।।
রাঙামাটির লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি), লংগদু উপজেলার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত আইন শৃঙ্খলা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।
বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ রানা, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন রশীদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম।
এছাড়াও বিভিন্ন জনপ্রতিনিধির মধ্যে গুলশাখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, মাইনীমুখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল সহ বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ব্যাবসায়ী সংগঠনের প্রধানগন উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
আইন শৃঙ্খলা সভায় এলাকার সার্বিক পরিস্থিতি, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, প্রতিবন্ধী ভাতা ভোগীদের নতুন কোটা বৃদ্ধি, ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম চলমান পুনর্বাসন,উপজেলা শিশুকল্যাণ বোর্ড চালু সহ ক্ষুদ্রঋণ আদায় সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়।