লংগদুতে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
alokitolangadu@gmail.com
।। আলোকিত লংগদু ডেক্স ।।
রাঙামাটির লংগদু উপজেলায় প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৬ অক্টোবর) বপলা ১১টায় লংগদু উপজেলা সদরে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।
বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, লংগদু থানার পরিদর্শক (তদন্ত) জালাল হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম।
এছাড়াও বিভিন্ন ইউপি চেয়ারম্যান, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিগন বক্তব্য রাখেন।
সভায় সকলের সহযোগিতার ফলে লংগদু উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো আছে। এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সামনে পার্বত্য এলাকায় কঠিন চিবরদান অনুষ্ঠিত হবে। যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সকলকে সজাগ থাকার জন্য অনুরোধ জানানো হয়।
এসময় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির নিয়মিত সদস্যগন উপস্থিত ছিলেন।