লংগদুতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

১৯৮

।। আলোকিত লংগদু ডেক্স ।।

রাঙামাটির লংগদুতে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার, (২০ সেপ্টেম্বর), উপজেলা সদের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত সভায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় এ সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম ঝান্টু, লংগদু থানার তদন্ত কর্মকর্তা (ওসি) সানজিদা আহম্মেদ, মাইনীমুখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল সহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধিগন বক্তব্য দেন।

এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা শুভাশিষ কর্মকার, লংগদু প্রেস ক্লাবের সভাপতি ওমর ফারুক মুছা সহ বিভিন্ন কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি, সম্পাদক এসময় উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি সাভাবিক রাখা, বাল্য বিববাহ, ইভটিজিং, মাদক প্রতিরোধে এবং সরকারের উন্নয়ন মূলক কাজে সর্বাত্বক সহযোগিতা করার ব্যাপারে আলোচনা করা হয়।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।