রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) কর্তৃক ভারতীয় গরু জব্দ

২১১

মো. গোলামুর রহমান,লংগদু

রাঙ্গামাটির লংগদু উপজেলা রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি জোনের অভিযানে ২৪লক্ষ টাকার ভারতীয় গরু জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গত কয়েকদিন ধরে অত্র জোনের দায়িত্বপূর্ণ
এলাকা দিয়ে ভারতীয় গরু পাচার হচ্ছে। এরই ধারাবাহিকতায় অত্র জোনের জোন
কমান্ডার লেঃ কর্নেল শাহ্ মোঃ শাকিল আলম, এসপিপি দিক নির্দেশনায়, ব্যাটালিয়ন কোয়ার্টার মাষ্টার এর নেতৃত্বে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছেন।

যার ফলশ্রুতিতে বৃহস্পতিবার রাতে দেড়টার সময় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান এর নেতৃত্বে একটি বি টাইপ টহল দল চরুয়াখালী বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার বাঘাইছড়ি উপজেলাধীন ৮ নং ওয়ার্ড, শামসুটিলা নামক স্থানে অভিযান পরিচালনা করে। ভারতীয় অবৈধ পথে আসা ৮টি গরু জব্দ করে। এসময় বিজিবির অভিযানের কবর পেয়ে চোরা কারবারীরা পালিয়ে যায়।

বিজিবি জোনের অধিনায়ক লে.কর্নেল শাহ্ মো. শাকিল আলম বলেন,দেশীয় গরুর খামারীদের রক্ষায় ভারতীয় গরু চোরাচালান বিরোধী বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও আটককৃত ভারতীয় গরুগুলো শুল্ক কার্যালয়ে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।