রাঙ্গামাটি জোনের কাউখালী ক্যাম্প কর্তৃক গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

১৮৭

আলোকিত লংগদু ডেস্কঃ

অদ্য (সোমবার) ২-ই জানুয়ারী ২০২৩ খ্রিস্টাব্দে ১২ ঘটিকায় রাঙ্গামাটি সদর জোন (১১ বেঙ্গল) আওতাধীন, কাউখালী উপজেলাধীন কাশখালী, কচুখালী এবং নাইল্যাছড়িতে কাউখালী ক্যাম্প কর্তৃক গরীব ও দুস্থ জনসাধারণের দ্বারে দ্বারে গিয়ে শীতের কম্বল বিতরণ করা হয়। এই কর্মসূচির আওতায় ১৫টি ভিন্ন পরিবারের মাঝে সেনাবাহিনীর টহল কর্তৃক বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করা হয়।

 

উক্ত কর্মসূচিতে এলাকার গরীব ও দুস্থ জনসাধারণ উপকৃত হবে বলে সকলে মনে করেন। ভবিষ্যতে রাঙামাটি জোন কর্তৃক এই প্রয়াস অব্যাহত থাকবে।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি বাস্তবায়নের সহযোগী হিসেবে কাজ করছে। তারই ধারাবাহিকতায় অত্র অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার নিমিত্তে রাঙ্গামাটি সদর জোনের এ ধরনের কল্যাণ ও সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।