রাঙামাটি জেলা পরিষদ দুই সদস্যকে গুলশাখালীতে সংবর্ধনা
মোঃ গোলামুর রহমান
রাঙ্গামাটি জেলা পরিষদের নতুন মেয়াদে নব নির্বাচিত লংগদু উপজেলার দুই সদস্য আব্দুর রহীম ও আছমা বেগম কে সংবর্ধনা দিয়েছে কাচালং উপজেলা বাস্তবায়ন পরিষদ সংগঠনের উদ্যোগে।
শুক্রবার (৮ জানুয়ারী) বিকালে লংগদু উপজেলার গুলশাখালী চৌমুহনী বাজারে উক্ত সংবর্ধনার আয়োজন করা হয়।
কাচালং উপজেলা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোঃ লিটন মিয়ার সঞ্চালনায় এবং কাচালং উপজেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক মোঃ শহীদুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ দুই সদস্যকে সংবর্ধনা প্রধান করা হয়। সংবর্ধিতরা হলেন সাবেক গুলশাখালী ইউপি চেয়ারম্যান ও রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুর রহিম এবং অন্যজন সাবেক রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মরহুম মোঃ জানে আলম এর স্ত্রী মোছাঃ আছমা বেগম।
এসময় লংগদু উপজেলা কাচালং নদীর পূর্বপাড়ের ভাসান্যদম, বগাচতর, গুলশাখালী, সহ বিবিন্ন এলাকার গন্যমান্য ব্যাক্তিগন ও জনসাধারণ উপস্থিত ছিলেন।
বক্তব্যে জেলাপরিষদ সদস্য আব্দুর রহিম বলেন, আমি আপনাদের সহযোগীতায় কাচালং নদীর পূর্বপাড় উপজেলার জন্য চেষ্টা করে যাবো ।
এদিকে লংগদু উপজেলা পূর্বপাড়ের একটাই দাবী আমতলী,গুলশাখালী, বগাচতর,ভাসান্যদমকে নিয়ে নতুন উপজেলা চাই।
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।