রমজান উপলক্ষে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাড়ালো বিজিবি রাজনগর জোন

0 ৩০

মো.গোলামুর রহমান।।

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) কর্তৃক রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় অর্ধ শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ) রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর উদ্যোগে লংগদু উপজেলার অসহায় ও হতদরিদ্র অর্ধ শতাধিক পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতি প্যাকেটে ছোলা-১ কেজি, সুগন্ধি পোলাও চাল-১ কেজি, মুড়ি-৫০০ গ্রাম, সেমাই (বনফুল ২০০ গ্রাম)-১ প্যাকেট এবং চিনি-১ কেজিসামগ্রী ছিল।

এসময় বিজিবি, রাঙ্গামাটি সেক্টর এর সেক্টর কমান্ডার এবং রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অধিনায়কসহ রাজনগর ব্যাটালিয়নের অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরন করেন।

রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অধিনায়ক বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষা ছাড়াও বিভিন্ন ধরনের জনকল্যাণমূখী কার্যক্রম পরিচালনা করে থাকে। রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের পাশাপাশি আমাদের ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। তাই আমরা সবার সঙ্গে ইফতারের আনন্দ ভাগ করে নেওয়ার উদ্যোগ নিয়েছি। বর্ডার গার্ড বাংলাদেশ সব সময়ই সমাজের দরিদ্র এবং বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।