যাদের এখনো একাদশ শ্রেণির ভর্তির আবেদন করা হয়নি। দ্রুত আবেদন করুন।
আলোকিত লংগদু ডেক্সঃ
গত রোববার থেকে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন শুরু হয়েছে। গত দিনে সাধারণ কলেজগুলোতে প্রায় ১০ লাখ ৪৩ হাজার ৬৫৩ জনের আবেদন জমা পড়েছে। আর যারা এখনো আবেদন করেনি তাদের দ্রুত আবেদন করার জন্য অনুরোধ জানানো হয়েছে ।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু.জিয়াউল হক বলেন,’গত পাঁচ বছরের মধ্যে এবারই প্রথম দিকে এতো বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছে। এছাড়া এবার আমাদের পেমেন্ট অপারেটর বাড়িয়ে সাতটি করা হয়েছে। এতে সহজেই আবেদন ফি জমা দিতে পারছে শিক্ষার্থীরা।
কারিগরি বোর্ড সূত্র জানায়, সাধারণ কলেজের চেয়ে কারিগরিতে আবেদন কম জমা পড়ায় এই খাতের দুরবস্থার চিত্র ফুটে উঠেছে।
সাধারণ কলেজে ভর্তির জন্য www.xiclassadmission.gov.bd এবং কারিগরিতে ভর্তির জন্য www.btebadmission.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা।