মাইনী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানীদের আর্থিক সহায়তা প্রদান।

0 ২৭৫

মো.গোলামুর রহমান,লংগদু(রাঙ্গামাটি)

রাঙ্গামাটির লংগদু উপজেলার বৃহত্তম মাইনীমুখ বাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহযোগীতা প্রদান করেছে মাইনিমুখ বাজার ব্যবসায়ী কল্যান সমিতি।

সোম বার(০৫ জুন) সকাল ১১টার সময়, মাইনীমুখ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মাইনিমুখ বাজার ব্যবসায়ী কল্যান সমিতির আয়োজনে গত ২৭ মে ২০২৩ইং তারিখ মাইনীমুখ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকানদারের মাঝে মাইনিমূখ বাজার ব্যবসায়ী কল্যান সমিতি এবং সকল ব্যাবসায়ীদের পক্ষ থেকে মানবিক আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৩ বীর লংগদু জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল হিমেল মিয়া, পিএসসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-লংগদু উপজেলা নির্বাহী কর্কর্তা আকিব ওসমান, লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দিন, লংগদু ফায়ার সার্ভিস এর সাব অফিসার সেলিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সেলিম,
পিআইও আতাউর রহমান, মাইনী ইউপি চেয়ারম্যান কামাল হোসন কমল, মাইনীমুখ বাজার কমিটির সভাপতি আব্দুর রশিদ, সহ বাজার কমিটি অন্যান্য বাজার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এসময় ক্ষতিগ্রস্ত দোকান প্লট মালিক
১। মোঃ মনতাজ উদ্দিন = ২৫০০০/-
২। মোঃ নুরুল ইসলাম =২৫০০০/-
৩। মোঃ আব্দুল করিম=২৫০০০/-
৪। মোঃ জামাল=২৫০০০/-
৫। মোঃ ফয়সাল ইকবাল =২৫০০০/-
৬। মোঃ ইমরান হোসেন ইউসুফ =২৫০০০/-
৭। মোঃ সুরুজ মিয়া=১২৫০০/-
৮। মসজিদ কমিটি=১২৫০০/- টাকা করে প্রদান করা হয়।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়া ব্যাবসায়ীদের
১। মোঃ জয়নাল আবেদীন (ভ্যান গাড়ি চটপটি) =৫০০০/-
২। জানে আলম (চা দোকান) = ২০০০০/-
৩। মোঃ মনতাজ উদ্দিন (মোবাইল, সু দোকান) =৩০০০০/-
৪। নাছির উদ্দীন পিটু (কুলিং কর্নার) = ২০০০০/-
৫। মোঃ সুমন মিয়া ( সুমন কম্পিউটার) = ২০০০০/-
৬। মোঃ হারুন (লেপের দোকান) = ২৭০০০/-
৭। আবু তাহের (কসমেটিক্স) = ২৮০০০/-
৮। মোঃ কুদ্দুস ( গোডাউন আদা, সুপারি) = ৫০০০/-
৯। সুরুজ মিয়া (জুয়েলারী) = ৭৫০০/-
১০। আঃ সালাম (ডিলার)= ৭৫০০/-
১১। মোঃ মাসুদ (ডিলার) =১০০০০/-টাকা করে প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এসকল দুর্ঘটনা থেকে বাঁচতে সচেতনতা বৃদ্ধি করতে হবে, সকলকে দেশ ও জাতীর কল্যাণে কাজ করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে আছে থাকবে।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।