মাইনীমূখ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ অনুষ্ঠান

১০

মোঃ আলমগীর হোসেন।।

রাঙ্গামাটির লংগদুতে মাইনীমূখ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টায় মাইনীমূখ ইউনিয়ন পরিষদ হলরুমে নির্বাচন পরিচালনা কমটির আহবায়ক মোঃ জানে আলম এর সভাপতিত্বে এবং সহ-সভাপতি জামাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন রাঙ্গামাটি জেলার সবচেয়ে বড় মাইনীমূখ বাজার। এই বাজারে যারা নির্বাচিত হয়ে এসেছেন তারা অবশ্যই সবাইকে সাথে নিয়ে বাজারের ব্যবসায়ীদের কল্যাণে কাজ করে যাবেন কোন সহযোগিতার প্রয়োজন হলে আমাদেরকে জানালে আমরা সাধ্যমত সহযোগিতা করবো।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার,উপজেলা প্রকৌশলী মোঃ শামসুল আলম, লংগদু প্রেসক্লাবের উপদেষ্টা এখলাছ মিঞা খান, প্রেসক্লাবের সভাপতি এবিএস মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল কালামসহ মাইনীমূখ বাজারের ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় প্রধান অতিথি জাহাঙ্গীর হোসাইন মাইনীমূখ ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের শপথ বাক্য পাঠ করান।শেষে বাজারে লংগদু ফায়ার ব্রির্গেডের উদ্যোগে অগ্নিনির্বাপণ সংক্রান্ত মহড়া পরিচালনা করা হয়।

মন্তব্য বন্ধ আছে